Avatar
AmarMP Admin,

আমারএমপি ডট কমের প্রশ্নের উত্তর দিচ্ছেন এমপি'রা

এমপিরা এবার জনতার মুখোমুখি হচ্ছেন অনলাইনে। উত্তর দিতে শুরু করেছেন জনগণের। সম্প্রতি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘ডিজিটাল দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নন এমপিরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর তা নজর কাড়ে সংসদ সদস্যদের। 

প্রতিবেদনটি তৈরিতে উপাত্ত হিসেবে ব্যবহৃত হয় একটি সামাজিক গবেষণার তথ্য। ওই গবেষণাটি পরিচালনা করে আমার এমপি টিম। ‘আমার এমপি ডটকম’ নামের একটি ওয়েবপোর্টালে সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সেখানে দেখা যায়, খোদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই সরব নন একাধিক মন্ত্রী-এমপি। তবে এবার তারা সরব হচ্ছে আমার এমপি ডটকমে। সেখানে তারা উত্তর দিচ্ছেন জনগণের করা প্রশ্নের। প্রথম উত্তরটি দিয়েছেন হবিগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সিলেট বিভাগে সবচয়ে বেশি সরব। দ্বিতীয় উত্তর দিয়েছেন কক্সবাজার ৪ আসনের এমপি আবদুর রহমান বদি, যার বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসার জোর অভিযোগ। 

Source: Janakantha

Abdur Rahman Badi -আবদুর রহমান বদি Advocate Md. Abu Zahir -মোঃ আবু জাহির

3515 views