View Question 1993 views

Subject : বৃক্ষরোপন প্রসঙ্গে( বেলল্ট থেকে পীরগঞ্জহাট)

Avatar

Written By : MD SHAHADOT HOSSEIN

মাননীয় এমপি মহোদয়,

আসসালামু আলাইকুম,

প্রথমে আমার সালাম নিবেন। আশা করি ভালো আছে। আমি মোঃ শাহাদত হোসেন ৫নং রাইগাঁ ইউনিয়নের মহাদেবপুর উপজেলার বাসিন্দা। মাতাজীহাট সংলগ্ন থেকে পীরগঞ্জহাট পযর্ন্ত যে রাস্তাটি রয়েছে। সেই রাস্তাটিতে মাতাজী থেকে বেল্টট পযন্ত বৃক্ষ রয়েছে। আর পরবতূী বেলল্ট থেকে পীরগঞ্জহাট পযন্ত  কোন বৃক্ষ নেই। আপনার নিকট আকুল আবেদন এই যে ,রাস্তায় বৃক্ষ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষার করার জন্য আবেদন জানাচ্ছি।

ইতি

বিনীত নিবেদক

মোঃ শাহাদত হোসেন