View Question 2174 views

Subject : ইন্টারনেটের স্পিড এবং উচ্চ মূল্য।

Avatar

Written By : Sheikh Rasel Sharif

মাননীয় মন্ত্রী মহোদয়,

আমি হবিগঞ্জ জেলার,নবীগঞ্জ থানার ১০নং দেবপাড়া ইউ/পি এর একজন বাসিন্দা। আমাদের এলাকায় গ্রামীণফোন এর ৩জি এসেছে ১বছরের ও উপরে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এখনো আমাদের নেটওয়ার্ক ২জি এবং ৩জি তে উটা-নামা করে,  এবং এত উচ্চ মূল্যয় ৩জি ইন্টারনেট কিনেও ২জি স্পীডে নেট ইউজ করছি। যার জন্য ইন্টারনেটে কোনো কাজ করতে গেলে আমাদের এই ধীর গতির জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করা এখন ইন্টারনেটের এই গতি নিয়ে কি আসলেই দেশকে ডিজিটাল করা সম্ভব??আমরা যারা গ্রামাঞ্চলে থাকি আমাদের ইন্টারনেট ব্যাবহারের একমাত্র মাধ্যম হচ্ছে ৩জি এখন গ্রামীনফোন আমাদের সাথে ৩জির নামে আসলে মজা নিচ্ছে। আসা করি মাননীয় মন্ত্রী মহোদয় আপনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন।

Best Regards

Sheikh Rasel Sharif