View Question 2370 views

Subject : ভ্রাম্যমাণ লাইব্রেরী

Avatar

Written By : Joy Kumar

নমস্কার স্যার,

আমি চারঘাটের অন্তর্ভূক্ত পাটিয়াকান্দি গ্রামের স্থায়ী একজন ব্যক্তি।আমি লক্ষ্য করেছি যে আমাদের চারঘাটে কোন ভ্রাম্যমাণ লাইব্রেরী নেই।এবং আমাদের গ্রামসহ চারঘাটের আশেপাশে কোন গ্রামেই স্কুলে লাইব্রেরী নেই।এমনকী পাবলিক লাইব্রেরী ও নেই।খুব দুঃখজনক ব্যাপার স্যার।এর ফলে গ্রামের অধিকাংশ আমার বয়সী ছেলেমেয়ে মাদকের দিকে ঝুঁকছে। আমি আপনার কাছে অত্যন্ত আন্তরিকতারর সাথে জানাচ্ছি যে, শহরের ছেলেমেয়েদের মত যেন আমাদেএ গ্রামের ছেলেমেয়েরা যেন অন্তত কিশোর আলো,বিজ্ঞানচিন্তা পড়তে পারে,কিংবা ভাল উপন্যাস পড়তে পারে।আমি মনে করি তাদের অধিকারকে আমরা অপেক্ষাকৃত কম প্রাধান্য দিচ্ছি।

আমার আবেদন টি বিবেচনা করবেন স্যার।

ধন্যবাদ ভাল থাকবেন স্যার।