View Question 3701 views

Subject : বিলুপ্তপ্রায় মাদার গানের বাংলার লোকসংস্কৃতির এক অমূল্য সৃষ্টি সংরক্ষণ বিষয়ে

Avatar

Written By : Arpon Islam

মাননীয় , 

আপনাকে অভিনন্দন জানাই নাটোর - ১ এর এমপি নির্বাচিত হওয়ার জন্য । আপনি জানেন যে  মাদার গান বাংলার এক অমূল্য সৃষ্টি , যা একমাত্র নাটোর জেলার সৃষ্টি । বাংলা নাট্য ইতিহাসে মাদার গানের বিশেষ স্থান রয়েছে । মাদার গানের গুরুত্ব সম্পর্কে ডাঃ মুহাম্মদ শহিদুল্লাহ এই গান সম্পর্কে তার লিখনিতে লিখেছেন । আর এই গানের সাথে জড়িত আছে সমাজের এক অবহেলিত সম্প্রদায়, নাম হিজড়া সম্প্রদায় । এর মাধ্যমেই একসময় তারা তাদের দুবেলার খাবার জুটাতো । কিন্তু বর্তমানে সমাজের নানা কারনে এই সংস্কৃতি আজ বিলুপ্তপ্রায় । আমরা আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশকে  হারাতে বসেছি । আর যা আছে তাতে অশ্লীলতায় বিবর্তিত হয়ে গেছে । এই অমূল্য সৃষ্টিকে যদি অতি দ্রুত সংরক্ষণ না করা হয় তবে খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাবে । বাংলাদেশ এর সংস্কৃতির এর অসাধারণ সৃষ্টিকে সংরক্ষণে আপনার সাহায্য কামনা করছি । বাংলাদেশ সরকার যদি এর সংরক্ষণে কোন উদ্যোগ নেয় তবে আমাদের সংস্কৃতি আরও বিস্তারিত হবে । আপনি কি কোন উদ্যোগ নিবেন ?

কৃতজ্ঞতায়

অর্পণ ইসলাম  


Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নাটোরের কয়েকজন নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ।প্রশ্নগুলো করেন নাটোরের নিনাদ, সুমন ইসলাম, অর্পণ ইসলাম ও আবু সাঈদ। অডিও বার্তার মাধ্যমে সবার উত্তর দেন এমপি আবুল কালাম।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহাদাত হুসেইন