View Question 3333 views

Subject : নাটোরে কি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে

Avatar

Written By : Sumon Islam

এমপি স্যার , 

আমাদের রাজশাহী বিভাগ দেশের সকল বোর্ড পরিক্ষায় ভালো রেজাল্টের শীর্ষে বরাবরের মত এবারো আছে । আমরা নাটোর জেলাও এর অংশীদার । কিন্তু দুঃখের বিষয় আমাদের নাটোরে শিক্ষার জন্য কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নেই । ফলে আমাদের অনেক দুরের জেলা গুলোয় পড়তে যেতে হয় , যা আমাদের জন্য কষ্টসাধ্য ও ব্যয়বহুল ।  আপনি ও বর্তমান শিক্ষাবান্ধব সরকার এর কাছে আবেদন নাটোরে যেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় । 

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

ধন্যবাদ সুমন ইসলামকে ,

আমার এমপি ডট কম এর মাধ্যমে আমাকে প্রশ্ন করার জন্য । তিনি তার প্রশ্নে জানতে চেয়েছেন শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকা নাটোরে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে কিনা । আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় এর কথা বলতে গেলে আমাদের পাশের জেলাগুলোতে রয়েছে । যেমনঃ পাবনা , কুষ্টিয়া , রাজশাহী ... । আর আমাদের নাটোরে ২ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে , তার মধ্য BAUET এর ভুমিকা অতুলনীয় । এ অবস্থায় বর্তমান সরকার নাটোর জেলায় কোন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন কিনা তা আমি নিশ্চিত করে বলতে পারছি না । তবে আমি এ বিষয়ে কথা বলে দেখব , এতটুকু নিশ্চিত করতে পারি । 
 
শেষে আমার এমপি ডট কম এবং প্রশ্নকর্তাকে আবারো ধন্যবাদ জানাই ।