View Question 2882 views

Subject : জুয়ার টাকায় রাস্তা ও জুয়া বিষয়ে

Avatar

Written By : অাবু সাঈদ

স্যার,

আমাদের নাটোরে যে বিষয়টি এখন সবার নজরে তা হলো লালপুরে জুয়ার টাকায় রাস্তা নির্মান বিষয়ে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিগন আশ্বাস দিলেও যখন কাজটি করে নাই তখন তারা বাধ্য হয়েই এই কাজ করেছে। উল্লেখ্য, এই জুয়ারও প্রচলন ঐ স্থানীয় নেতাদের সৃষ্টি। এমতাবস্থায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার বক্তব্য জানতে চাই। 

Avatar

Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম

Public

জুয়ার টাকায় রাস্তা ও জুয়া বিষয়ে আবু সাইদ প্রশ্ন করেছিলেন । একজন  একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার বক্তব্য জানতে চেয়েছেন । প্রথমেই তাকে ধন্যবাদ দিচ্ছি তার সচেতনতার জন্য । আমি খোঁজ নিয়ে দেখেছি , জায়গাটা (বেলগাছি গ্রাম) থানার শেষ প্রান্তে। জায়গাটা দুই থানার মাঝে হওয়ায় কোন প্রশাসনই ব্যবস্থা নেই নাই। আমি জুয়া খেলার ব্যাপারটা জানতাম না। পরে আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি জুয়া খেলা বন্ধের জন্য । তারা এটি বন্ধ করে দিয়েছে । পরবর্তী সময়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি ।  এবং এ কাজে অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আয়তায় নিতেও বলেছি । দাঁড়পাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার রাস্তায় বালু ও খোয়া ফেলে সমান করা হয়েছে। রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি । তবে এই বিষয়টি সত্য যে, পূর্ববর্তী ক্ষমতায় যেসকল জনপ্রতিনিধি এই আসনে নির্বাচিত হয়েছিলেন তারা বিষয়টি দেখেন নি ।