View Question 4099 views
Subject : কলাবাড়িয়া গ্রামের কাঁচা কি পাকা হবে ?
Written By : Ariful Islam
স্যার ,
আমার সালাম নিবেন । আমি জানি আপনি বর্তমান সময়ে অনেক উন্নয়ন করে যাচ্ছেন । আমি আপনার নির্বাচনী এলাকার বাগাতিপাড়া উপজেলার সোনাপুর পোস্ট অফিস এলাকার কলাবাড়িয়া গ্রামের একজন বাসিন্দা । আমাদের গ্রামের যে রাস্তাটি রয়েছে তাতে গরমের সময় অত্তাধিক ধুলা আর বর্ষায় কাঁদা জমে থাকে । ২০-২৫ বছর ধরে শুধু জনপ্রনিধিরা আশ্বাস দিলেও আজো তা পাকা করা হয়নি । আপনার কাছে আবেদন আপনি উক্ত রাস্তাটি পাকা করলে আমরা সকলে উপকৃত হব ।
ধন্যবাদ ।
Written By : Md. Abul Kalam -মোঃ আবুল কালাম
আরিফুল ইসলাম যে গ্রামের কথা বলেছেন সেই গ্রামের বিদ্যুৎ সংযোগ কিছু অংশ বাকি ছিল , আমি কিছুদিন আগে বিদ্যুৎ সংযোগ দিয়েছি । এখন বাকি যে অনুরোধ গ্রামবাসী করছে তা হল , গ্রামের রাস্তা পাকা করন বিষয়ে । আরিফুল ইসলামকে বলতে চাই , আমি ওই রাস্তা এবং পার্শ্ববর্তী এলাকার রাস্তার কথা আমি বলেছি এবং এটি অনুমোদন হয়েও গেছে । আমার মনে হয় প্রক্রিয়াগত কারনে কিছু সময় লাগবে তবে রাস্তার কাজ হবে । এবং এই সরকার এর সময়ের মধ্যেই কাজ হবে । আরিফুল ইসলামকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ এবং সেই সাথে আমার এম্বাসেডর শাহাদাত হোসেনকে ( Shahadat Hossain ) ধন্যবাদ জানাই আমার কাজে সহযোগিতার জন্য ।
- মোঃ আবুল কালাম এমপি
নাটোর - ১