View Question 3955 views

Subject : কয়েন পয়সা ও তার সমাধান।

Avatar

Written By : Hafizul Islam

মাননীয় এমপি মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, সাম্প্রতিক সময়ে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে কয়েন পয়সা একটি বড় সমস্যা। কোন ব্যাংক এই কয়েন পয়সা নেয় না। আর ব্যাংক এসব কয়েন না নেওয়ার কারণে আমাদের কাছে এসব কয়েন জমা পড়ে থাকছে। আর এসব কয়েন নিয়ে কাস্টমার, বিক্রেতার মাঝে ঝামেলা লেগেই থাকে। মাঝে মাঝে মারামারি পর্যন্ত লাগছে। আমরা এসব কয়েন দিয়ে কি করবো? কার কাছে যাবে? কাকে বলবো সমস্যার সমাধান করতে। উপর মহলের বড় বড় লোকেরা তো কয়েনের মর্ম বুঝবে না। তাই তাদের মাথা ঘমানোর প্রয়োজন হয় না। স্যার আপনার কাছে আকুল আবেদন এসব কয়েন পয়সা গুলো যাতে সরকার উঠিয়ে নেয় বা ব্যাংক যাতে এসব কয়েন নেয় তার ব্যবস্থা করুন। আবার ব্যাংক বলে, কয়েন নিবে ৫০০০ হাজার কয়েনের বিপরীতে ব্যাংকে দশ লক্ষ টাকা জমা রাখতে হবে। আমাদের মতো ক্ষুদ্র ব্যাবসায়ীর কাছে কি সম্ভব?? আর যদি ব্যবস্থা নেওয়া না হয় পথে বসতে হবে আমাদের।

অতএব আপনার কাছে আকুল আবেদন আপনে একজন জনপ্রতিনিধি হিসেবে এর সমাধান করবেন।

নিবেদক

হাফিজুল ইসলাম

রাজাপুর বাজার, বড়াইগ্রাম

নাটোর।

Avatar

Written By : Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস

Public

খুচরা কয়েন বা পয়সা নিয়ে সৃষ্ট অনাকাংখিত সমস্যা সমাধানের জন্য আমার এমপি ডট কমের মাধ্যমে নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুসের কাছে আহবান জানানো হয়েছে। এ আহ্বানটি করেন নাটোর বড়াইগ্রামের হাফিজুল ইসলাম। তিনি জানান, ক্রেতা বা ব্যাংক, কেউই খুচরা পয়সা না নেয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। তিনি এ সমস্যাটি সমাধানের জন্য এমপি আব্দুল কুদ্দুসের কাছে আবেদন জানান। এমপি আব্দুল কুদ্দুস এক ভিডিও বার্তার মাধ্যমে তার জবাব দেন।