View Question 2174 views

Subject : গুরুদাসপুর মডেল পাইলট ইচ্চ বিদ্যালয়ের ১০০ বর্ষ পূর্তি উৎসব ও পুনর্মিলন অনুষ্ঠান সম্মন্ধে

Avatar

Written By : md shahriar sojib

মাননীয় সংসদ সদস্য প্রথমেই সালাম ও অভিনন্দন জানাচ্ছি,,,আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে জানাতে চাচ্ছি, গুরুদাসপুর থানায় গুরুদাসপুর মডেল পাইলট উচ্ছ বিদ্যালয় একটি সুনাম ধন্য উচ্ছ বিদ্যালয়, আমি সেই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র আমি মোঃ শাহরিয়ার আহমেদ সজিব, পিতা, মোঃ মহসিন ইসলাম পেশাঃ অবসর প্রাপ্ত ম্যানেজার বাংলাদেশ সোনালী ব্যাংক,বাসাঃ গুরুদাসপুর পৌরসভার ২ নং ওয়ার্ড, আমি সেই স্কুলের ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত Frist বয় ছিলাম, আমি এই সুনাম ধন্য স্কুলের শতবর্ষ ও পুনর্মীলন অনুষ্ঠান গত ২৬ ফেব্রয়ারী অনুষ্ঠিত হয় কিন্তুু এটা অনুষ্ঠিত হবার কথা ছিল ২০১৭ সালের মার্চ মাসে কিন্তুু দুর্ভাগ্য বসতো তা হতে পারেনি ১০০ বছর হয়েছে বা হয়নি এরকম কিছু বিতর্ক আর কিছু মানুষের বিরোধীতার কারনে,,, এটা স্কুলের সুনাম ধরে রাখতে অনুষ্ঠান টি চ্যালেন্জ এর মুখোমুখি ছিল আমার জানা মতে এটার সকল কৃতিত্ব আপনার, সেই অনুষ্ঠানে আমার বন্ধু গুরুদাসপুর পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নাটোর ৪ Amarmp.com এর আপনার জন্য কাজ করার জন্য নিযুক্ত এ্যাম্বাসেডর শাকিল আহম্মেদ কৃতি ছাত্র হিসাবে অনেক ভালো বক্তব্য রেখেছিলো বলেছিলো আজ তোমরা যারা ssc তে GPA -5 পাচ্ছ কিন্তুু আমরা ২০১০ সালই এর আবিষ্কারক যাই হোক আমি আপনার কাছে গুরুত্বপুর্ন কথা জানতে চাই,,,গুরুদাসপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের না হওয়া অনুষ্ঠান সম্পুর্ন করার কিভাবে সম্ভব করলেন তা জানতে চাচ্ছি,,,,আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।