View Question 2152 views

Subject : বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলায় আধুনিক স্টেডিয়াম চাই।

Avatar

Written By : Ahmed Hossain

২০/০৫/২০১৮

বরাবর

মাননীয় সংসদ সদস্য

নাটোর-৪

নাটোর।

বিষয়ঃ বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলায় আধুনিক স্টেডিয়াম চাই।

জনাব

বিনীত নিবেদন এই যে, আমি আহমেদ হোসেন, বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের একজন বাসিন্দা এবং প্রভাষক (মার্কেটিং বিভাগ), উত্তরা টাউন কলেজ, ঢাকা। বর্তমান যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে রক্ষা করার জন্য সুস্থ্য বিনোদন চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। আপনি অবগত আছেন যে, বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলার সর্বস্তরের মানুষ অত্যন্ত ক্রীড়াপ্রেমী ও সুস্থ্য বিনোদন চর্চায় আগ্রহী। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারনে উঠতি বয়সী যুব সমাজ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রকার ভিডিও গেম নিয়ে তারা ব্যস্ত অথবা ঘরকুনো হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে তাদের মূল্যবান সময়। ভুলে যাচ্ছে সামাজিক দায়বদ্ধতা। বাড়ছে সামাজিক অস্থিরতা ও অপরাধ। এমতাবস্থায় এই যুবসমাজকে রক্ষার জন্য এবং তাদেরকে যুবশক্তিতে পরিনত করার জন্য খেলাধুলায় অংশগ্রহণ ও মাঠমুখী করা দরকার। তাই আমাদের প্রাণপ্রিয় দুই উপজেলা বড়াইগ্রাম-গুরুদাসপুরে আধুনিক স্টেডিয়ামের কোন বিকল্প নেই।

তাই আপনার মাধ্যমে জানতে চাই বড়াইগ্রাম-গুরুদাসপুরে আধুনিক স্টেডিয়াম তৈরি করার কোন পরিকল্পনা আছে কি?

 আশা করি আমার প্রশ্নের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করে বড়াইগ্রাম-গুরুদাসপুরের মানুষের  মনে আশার আলো জ্বালবেন।

আপনার উত্তরের আশায় রইলাম।

নিবেদক

আহমেদ হোসেন,

আহমেদপুর, বড়াইগ্রাম, নাটোর।

প্রভাষক (মার্কেটিং বিভাগ), উত্তরা টাউন কলেজ, ঢাকা।