Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2205 views

Subject : তাঁত শিল্প রক্ষা প্রসঙ্গে

Avatar

Written By : md karimul islam

মাননীয় এম পি মহোদয়,আমি আপনার নির্বাচনী এলাকা শাজাদপুরে অন্তর্গত হাবিবুল্লাহ নগর ইউনিয়নের একজন বাসিন্দা।

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে শাহজাদপুর এলাকাটা অনেকটাই তাঁত শিল্পের উপর নির্ভরশীল।

কোন এক সময় এই তাঁত শিল্পের সাথে জড়িত তাঁতিরা খুব সুন্দর জীবন যাপন করতো।

ইদানিং তাঁতিদের যে বেহাল দশায় দিন কাটছে,আমি মনে করি আপনি সেই বিষয়টিও অবগত আছেন।

আপনার কাছে আমার প্রশ্ন থাকবে,এলাকার সংসদ সদস্য হিসেবে এই তাঁত শিল্প রক্ষায় আপনি

কোন উদ্যোগ নিয়েছেন কি না?