View Question 1211 views

Subject : গ্রামের রাস্তা পাকা করন প্রসঙ্গে

Avatar

Written By : MD. SOHEL RANA

প্রিয় এমপি স্যার ,

সালাম নিবেন।

আমি আপনার আসনের আলমপুর ইউনিয়নের দহকুলা /নওয়াপাড়া ওয়ার্ডের (বাগানপাড়া) গ্রামের একজন বাসিন্দা।আমাদের গ্রামের অল্প একটু রাস্তা (নোয়াপাড়া বাজার থেকে বোল্লার বাশঝার মোড় কোয়াটার কিলো, এবং বোল্লার বাশঝার মোড় থেকে বাগান পাড়া মালথী পাড়া পর্যন্ত কোয়াটার বা হাফ কিলো রাস্তা পাকা করনের কথা শুনছি অনেক দিন থেকে।কিন্তু যা এখনও শুরু হয়নি।

আপনার কাছে বিনিত নিবেদন এই যে উক্ত রাস্তাটুকু পাকা করন করলে অত্র এলাকার জন গণের অনেক উপকার হয়।

জন নেত্রীর উন্নয়নে পরিপূর্ণ সফলতা আনতে আমাদের রাস্তাটুকুও যাতে অংশীদার হতে পারে সে জন্য আপনার কাছে সদয় মিনতি।

 

 

পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে জানতে চাই আমাদের রাস্তার কাজ কত দিনের ভেতরে শুরু হবে বলে মনে করেন??

 

- মোঃ সোহেল রানা