View Question 2528 views

Subject : রাস্তা পাকাকরণ সংক্তান্ত।

Avatar

Written By : Raju Ahmed

মাননীয় সাংসদ আসলামুআলাইকুম,

আমি আপনার নির্বাচনী এলাকা যশোর-৩ আসনের অন্তর্গত এবং ৮ নংং দেয়াড়া মডেল ইউনিয়নভুক্ত ইছাপুর গ্রামের একজন বাসিন্দা। ইছাপুর গ্রামে প্রায় দুই হাজার লোকের বসবাস। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, এই গ্রামের ২ টি রাস্তাই কাচা, জরাজীর্ণ এবং চলাচলের প্রায় অনুপযুক্ত। গ্রামে কোন উচ্চবিদ্যালয়, কলেজ, হাসপাতাল, বাজার বা চিত্তবিনোদনের কোন ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা, কেনাকাটা সহ নানাবিধ কারণেই গ্রামের মানুষকে শহরে যাতায়াত করতে হয়। এক্ষেত্রে গ্রামের সকলকে বিশেষ করে প্রসূতি নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং অসুস্থ রোগীদেরকে বর্ণনাতীত কষ্টের সম্মুখীন হতে হয়। 

এমতাবস্থায়, ইছাপুর গ্রামের অধিবাসীদের পক্ষ হতে আপনার নিকট আমার বিনীত প্রশ্নঃ মঠবাড়িয়া গ্রাম হতে ইছাপুর হয়ে নারাঙ্গালী পর্যন্ত মাত্র ০২ কিলোমিটার রাস্তা পাকা করে গ্রামের ২০০০ অধিবাসীর অবর্ণনীয় কষ্ট লাঘবে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করবেন কি?

 

বিনীত নিবেদক,

ইছাপুর গ্রামের অধিবাসীদের পক্ষে,

রাজু আহমেদ

সহকারী মহাপরিদর্শক,

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

Avatar

Written By : Raju Ahmed

Public

নিম্নে রাস্তার কিছু নমুনা ছবি দেয়া হলোঃ