Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1662 views

Subject : সেমি ননস্টপ ট্রেনের পীরগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি

Avatar

Written By : Rahul Basak

পঞ্চগড় এক্সপ্রেস নামক নতুন সেমি ননস্টপ  ট্রেনটির পীরগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি সুনিশ্চিত করতে  আপনার পদক্ষেপ কামনা করছি।  এবং এটা যেন অতিশিগ্রই হয় এ জন্য আপনার নিকট দাবি জানাচ্ছি। আপনি জানেন পীরগঞ্জ স্টেশন কতটা গুরুত্বপূর্ণ এবং ঢাকা থেকে ৪৫১ কিঃমিঃ তাই যাত্রী ভোগান্তি দূরীকরণে পঞ্চগড় এক্সপ্রেস নামক সেমি ননস্টপ ট্রেনের পীরগঞ্জে যাত্রাবিরতি  আবশ্যক।  এছাড়াও এ স্টেশনে কম্পিউটার দ্রুত সংযোজিত করতে আপনার পদক্ষেপ চাই। 

এই দুটি বিষয়ে জরুরি কি পদক্ষেপ আপনার ?