View Question 2945 views

Subject : শিবপুর হতে তাহেরপুর ভায়া দুর্গাপুর রাস্তা সংস্কার প্রসংগে

Avatar

Written By : alomgir hossen

মাননীয় সংসদ শিবপুর হইতে তাহেরপুর ভায়া দুর্গাপুরে রাস্তা  কবে নাগাদ কাজ শুরু হবে দয়া করে জানাবেন এবং দুর্গাপুরর মানুষের দুর্ভোগ লাঘবে আপনার সহযোগিতা কামনা করছি রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী  মানুষের দুর্ভোগ চরমে উঠেছে

Avatar

Written By : Dr: Md. Mansur Rahman - ডাঃ মোঃ মনসুর রহমান

Public

ধন্যবাদ জানাচ্ছি আমার এমপি টিম ও প্রশ্নকর্তা আলমগীর হোসেনকে।
 
আপনি/আপনারা জেনে আনন্দিত হবেন যে, ইতিমধ্যে শিবপুর হতে তাহেরপুর ভায়া দুর্গাপুর রাস্তাটি পাকাকরণ কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছেন  ।   কিন্তু রাস্তার দুই পাশে বিএমডিএ কর্তৃপক্ষের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গাছ গুলো কাটতে ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। গাছ গুলো কাটা সম্পন্ন হলে খুব শীঘ্রই রাস্তাটির পাকাকরণ শুরু হবে। 
 
ধন্যবাদান্তে
 
প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান
মাননীয় জাতীয় সংসদ সদস্য-৫৬     
রাজশাহী-৫
সদস্য- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি