View Question 4829 views

Subject : আমিনপুর উপজেলা প্রসঙ্গ

Avatar

Written By : Net Sajal

মাননীয় এমপি মহাদয়, 

আসসালামু আলাইকুম ,আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন, আপনার নি র্বাচনী ইশতেহারে আমিনপুর কে উপজেলা করার প্রতুস্রুতি দিয়েছিলেন ,আমরা   

আমিনপুর উপজেলা বাস্তবায়ন সম্পর্কে জানতে চাই???

আশাকরি আতি শিঘ্রই আমাদের মনের

আখাংংকা জানতে পারবো।

ইতি,

আপনার নির্বাচনী এলাকার

আমিনপুরের জনগন।

Avatar

Written By : Ahmed Firoz Kabir - আহমেদ ফিরোজ কবির

Public

ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমরা এমপি টিম ও প্রশ্নকারী সজলকে। 
 
আমিনপুর উপজেলা সম্পর্কে আমরা ভাবনা খুবই ইতিবাচক,এটা প্রয়োজন। আমি চাই আমিনপুর উপজেলা বাস্তবায়ন করা হোক। এতে করে এই এলাকার নদীপাড়-চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হবে এবং উন্নয়নের অগ্রযাত্রায় এই এলাকার মানুষ সম্পূর্ণ অংশীদার হতে পারবে। 
 
ইনশাল্লাহ,আমি এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেব এবং আমিনপুর উপজেলা করার প্রস্তাব সংসদে উত্থাপন করব৷ 
 
আহমেদ ফিরোজ কবির 
জাতীয় সংসদ সদস্য 
৬৯,পাবনা ২ (সুজানগর-বেড়া)