View Question 2402 views

Subject : রাখালগাছি (ঢালারচর) থেকে আরিচা ফেরি রুট চালু প্রসংগ

Avatar

Written By : Net Sajal

মাননীয় এমপি,

আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ রহমতে আশাকরি ভালো আছেন? আমি জাতীয় সংসদীয় আসন ৬৯ পাবনা -২ আসনের আমিনপুর থানার বাসিন্দা।বেশ কিছুদিন যাবত শুনতেছিলাম পাবনার ঢালারচর থেকে মানিকগঞ্জের আরিচা রুটে ফেরি সার্ভিস চালু হবে,সেই সাথে এটাও শুনেছিলাম বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে যে নগরবাড়ী  আন্তর্জাতিক মানের নৌ বন্দর করা হবে। কিন্ত এর বাস্তবিক কোন ভিত্তি বা প্রতিফলন দেখতে পাচ্ছি না।এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই কবে নাগাদ নগরবাড়ি বন্দর এবং ঢালারচর থেকে আরিচা নৌ রুটের ফেরি চলাচল দেখতে পাবো???