Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2128 views

Subject : মোটর সাইকেলের নাম্বারপ্লেটের জায়গায় আওয়ামী লীগের নাম ও লগো!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়।

আমারএমপির পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। 

মোটরসাকেলের লিগ্যাল কাগজপত্র না করে নাম্বার প্লেটের জায়গায় নৌকা মার্কার লোগো এবং বাংলাদেশ আওয়ামী লীগ লিখে দিব্যি রাস্তায় চলাফেরা করছে- এরকম চিত্র আপনার নির্বাচনী এলাকায় দেখা গেছে। বিষয়টি আপনার নজরে আনা হলো। দৃশ্যটি দেখা গেছে যশোহর জেলার  ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে। ভিডিও ধারন করার তারিখ ও সময়ঃ 12/02/2019 12:30:00 PM
 
এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই।
  
বিষয়টি যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) এর মাননীয় মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন এমপি'র দৃষ্টি আকর্ষণ করছি।
 
এই ব্যাপারে মাননীয় এমপি মহোদয় কি ভাবছেন আমরা জানতে চাই।
 
বিনীত,
 
আমারএমপি টিম