Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1528 views

Subject : তৈরীর পর থেকেই অব্যবহৃত কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের টয়লেট

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

২০০৪ সালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন নতুনভাবে সংস্কারের পর নতুন টয়লেট, প্লাটফর্ম তৈরি করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, যাত্রীদের জন্য নতুন টয়লেট তৈরীর পর থেকেই তালাবদ্ধ অবস্থায় বছরের পর বছর পড়ে থেকে আজ ব্যবহারের অনুপযুক্ত হয়ে আছে। এতে একদিকে যেমন সরকারের টাকার অপচয় হয়েছে, অন্যদিকে যাত্রীরাও তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে যাত্রীদের টয়লেটের জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়। আর রেল লাইনের পাশে দাঁড়িয়ে প্রশ্রাব করার ফলে স্টেশন এলাকায় প্রশ্রাবের দুর্গন্ধে বাজে পরিবেশের তৈরী হয়। বহুদিন যাবৎ যাত্রীদের পক্ষ থেকে টয়লেটটি চালু করার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সে দাবি বাস্তবায়ন আলোর মুখ দেখেনি।

সমস্যাটি ১০ জুন ২০১৯ বিকেল ৫ ঘটিকায় আমারএমপি এর একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধরা পড়ে।

এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য কিশোরগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এর দৃষ্টি আকর্ষন করছি।

বিনীত

আমারএমপি