View Question 3530 views
Subject : শুভেচ্ছা ও মহিলা নদীতে (কামানডুবা ঘাটে) সেতু প্রদান প্রসঙ্গ
Written By : Mohammad Sultan Kabir
জনাব, শুভেচ্ছা নিবেন।আমি আপনার এলাকার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউপির বাসিন্দা।রানিগঞ্জ বাজার থেকে ২ কি. মি. পূর্বে মহিলা নদীতে (কামান ডুবা ঘাটে) সেতু নির্মাণ করা হবে কিনা? হলে কত দেরি হবে? ৩ নং সিংড়া ইউপির বাসিন্দার পক্ষে, মোঃ সুলতান কবির, বি.বি. এ(সম্মান)।
Written By : Md. Shibli Sadeeq -মোঃ শিবলী সাদিক
প্রিয় ৩নং সিংড়া ইউনিয়ন ঘোড়াঘাটবাসী, আপনাদের এলাকার এই দুটি ব্রিজ কালভাট সহ আরো বেশ কিছু ব্রিজ কালভাট, রাস্তা ঘাট এবং বিদ্যুৎতের নতুন সংযোগের জন্য আমি অনেক আগেই বরাদ্দ প্রাপ্তির জন্য পদক্ষেপ গ্রহন করেছি-যার বাস্তব রুপ আপনাদের চাহিদা পুরনের মাধ্যমে আমি প্রদান করেছি। আমার প্রানপ্রীয় নেত্রী, প্রধানমন্ত্রী,দেশরত্ ন শেখ হাসিনার নির্দেশে এবং তারই আন্তরিকতায় আমি বিদ্যুতের নতুন সংযোগ, রাস্তা, সুইজগেট, ব্রিজ, কালভাট প্রদান করতে সক্ষম হয়েছি। তাই আপনার এবং আপনাদের অবগতির কারনে জানাচ্ছি আপনাদের এলাকার যোগাযোগের জন এই ব্রিজ দুটিরও কাজ শুরু হতে পারে।
সর্বোপরি বলতে চাই আপনারা আপনাদের এলাকার জন দুর্ভোগের সকল চাহিদা amarmp.com এর মাধ্যেমে আমাকে জানান আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধানের জন্য। ধন্যবাদ।