Ambassador
No ambassador found for this MP
View Question 3063 views
Subject : ছিটমহল বাসিদের ক্ষুদ্রঋণ ব্যবস্থাকরন প্রসঙ্গে।
Written By : MD. Monir alom
বরাবর,
মাননীয় সংসদ সদস্য
আমি অাপনার নির্বাচনী ডিমলা থানার এলাকার একজন নাগরিক। আপনি অবশ্যই অবগত আপনার নির্বাচনী এলাকার ছিটমহল বাসীদের জীবন ও জীবিকার কথা। মানুষ প্রতিনিয়ত পরিবর্তনশীল। ইতি মধ্যে আপনার সরকারে দেওয়া সাময়িক কিছু অনুদান ছিটমহল বাসীরা পেয়েছে। কিন্তু এতে তাদের জীবন যাত্রার মান ততটা উন্নত হবে না।মানুষ নিজেই এখন সচেতন ও সচল হতে আগ্রহী। তার জন্য তাদের অর্থের প্রয়োজন। ছিটমহল এর বাসিন্দা বলা হলেও তারা তো এখন পরিপূর্ণ বাংলাদেশের নাগরিক। তাই ছিটমহল বাসিরা ক্ষুদ্র ঋণ নেওয়ার জন্য খুবেই আগ্রহী হয়ে উঠেছেন নিজেদের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য। কিন্তু তারা কোনো সুপারিশ ছাড়া ঋণ পাচ্ছে না বা ঋণ দেওয়া হচ্ছে না। এতে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
জনাব আপনি ছিটমহল বাসিদের ক্ষুদ্রঋণ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন বা করবেন কি না?
Written By : Md. Aftab Uddin Sarker -মোঃ আফতাব উদ্দিন সরকার
ছিটমহল বাসিদের ক্ষুদ্রঋণ ব্যবস্থাকরন প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার। প্রশ্নটি করেন মোঃ মনির আলম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাব উদ্দিন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ রাকিবুল ইসলাম।