Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1897 views

Subject : জোর করে বসতভিটার জায়গা দখল করা প্রসঙ্গে।

Avatar

Written By : Asish Prasad Das

মাননীয় এমপি মহোদয়,

প্রথমেই আমার আদাব।  

৮নং খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামের একটি পরিবার সরকার দলীয় নেতা পরিচয় দিয়ে গায়ের জোরে অন্যের বসত ভিটার জায়গা দখল করে নেয়। এটা হলো  খানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রনজিতপুরের উত্তর পাড়ার বাবু রতন কৃষ্ণ দাসের বাড়ীতে।  প্রাক্তন চেয়ারম্যান আমীর আলী সাহেব তার সুরাহ করে যেতে পারেন নাই ।বিবাদী পক্ষ শ্রমিক লীগের নেতা তাই তারা সদর্পে বলেন যে কোন চেয়ারম্যান ,এমপি,মন্ত্রী আমাদের কিছুই করতে পারবেন না। বিবাদীদ্বয়ের নাম হলো সরোজ দাস ও পংকজ দাস। অবশ্য এলাকার ইউপি সদস্য বাবু সঞ্জয় দাস এ ব্যাপারে পুরোপুরি ভাবেই অবহিত আছেন। যদিও ইউপি সদস্যর  আত্বীয় বাবু রতন কৃষ্ণ দাস ।

এ  বিয়ষটা যদি   একটু সুদৃষ্টিতে দেখতেন তাহলে উক্ত পরিবারটি আপনার নিকটে চির কৃতজ্ঞ থাকবো।

বিনীত

আশিস প্রসাদ দাস