Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2183 views

Subject : মোরলগঞ্জে ১১নং বহরবুনিয়া ইউনিয়নে ফুলহাতা বাজারের পূর্ব পাশ্বের গ্রামে বিদ্যুতায়ন সংক্রান্ত।

Avatar

Written By : Asaduzzaman Sohel

স্যার, সালাম গ্রহন করবেন।
আশা করি ভালো আছেন ।  বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারের পাশে খাসখন্ড  নামক একটি গ্রাম। আমাদের এই গ্রামে যাতায়াত ব্যবস্থা এখনও অপ্রতুল। কিন্তু আমাদের গ্রামে সবচেয়ে যে, সমস্যাটি বেশি সেটি হচ্ছে বিদুৎ। বাতির নিচে যে অন্ধকার থাকে, তার সবথেকে বড় প্রমান আমরা। কারন আমাদের আশেপাশে সবজায়গায় বিদুৎ পৌছে গেছে কিন্তু আমাদের গ্রামে নেই।আমাদের গ্রামের চারপাশে বিদুৎ কিন্তু আমাদের এলাকায় নেই, এমনকি আমাদের গ্রাম হতে মাত্র ৭ মিনিট হাটা দুরত্বের বাজারেও বিদুৎ আছে (আমাদের গ্রাম থেকে মাএ ৫০০ মিটার দূরে ফুলহাতা বাজারে বিদুৎ আছে)।
আমরা এর আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি । কয়েকবারই স্থানীয় জনপ্রতিনিধি এবং পিরোজপুর পল্লী বিদুৎ অফিসে যোগাযোগ করেছি কিন্তু কোন কিছুই হয়নি। আমাদের এলাকায় প্রায় ৪৫ থেকে ৫০ টি পরিবারের বসাবস কিন্তু এখানে আমাদের বিদুৎ না থাকাটা খুবই কষ্টের একটি ব্যাপার । আপনার কাছে বিনীত নিবেদন এই যে, আমরা যাতে দ্রুত বিদ্যুৎ সংযোগ পাই, সে ব্যাপারে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।
 
বিনীত নিবদেক
আসাদুজ্জামান সোহেল