View Question 3299 views
Subject : মাছখোলার জলাবদ্ধতা নিরসনে আপনি কি ব্যবস্থা নিবেন?
Written By : Md. Abdul Kader
মাননীয় সংসদ সদস্য মহোদয়, আমি আপনার সংসদীয় এলাকা সদর উপজেলার মাছখোলা গ্রামের বাসিন্দা মো: আব্দুল কাদের। মাননীয় এমপি মহোদয়, প্রতিবছর বর্ষার মৌসুমে এ এলকার মানুষ পানি বন্দি হয়ে জীবন যাপন করে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো পানিতে তলিয়ে থাকে। ফলে শিক্ষা ব্যবস্থাও হুমকির মুখে পড়ে। এছাড়া রাস্তায় থাকে হাটু পানি। রাজনৈতিক নেতারা শুধু সহনুভূতি ও আশ্বাস দিয়ে চলে যায়। আমরা আপনার মেয়াদে অনেক উন্নয়ন মূলক কাজ দেখেছি, তবে আগামী বর্ষা মৌসুমের আগে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে আপনি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন? আমিসহ এই এলাকার সাধারণ মানুষ এই বিষয়ে আপনার সুস্পষ্ট মতামত জানতে চায়।
Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি
আমার এমপি ডটকম’এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।মাছখোলার জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে প্রশ্নটি করেন সদর উপজেলার মাছখোলা গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদের। সোমবার দুপুরে স্থানীয় নাগরিকদের সাথে কুশল বিনিময় শেষে এমপি মোস্তাক আহমেদ এর জবাব দেন। এমপি মোস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বাসেডর মোঃ আব্দুর রহমান।