View Question 3609 views

Subject : ভাইরাসযুক্ত চিংড়ি পোনা ও মরন নেশা ইয়াবা প্রসঙ্গ!

Avatar

Written By : Motiur Rahman

আমি মো: মতিউর রহমান মতি। তিন নং ওয়ার্ড সাতক্ষিরা সদর এর বাসিন্দা। আমি একজন চিংড়ি ব্যবসায়ি "রজনি ফিস"( কমিশন এজেন্ট) হিসাবে "আমার এম পি ডট )" মাধ্যমে মাননীয় সুযোগ্য এম পি জনাব মীর মোস্তাক আহম্মদ রবী সাহেব কে প্রশ্নের মাধ্যমে পতিকারের অনুরোধ করতে চাই যে, সাতক্ষিরা সদর সহ প্রতিটি উপজেলার প্রধান আয়ের উৎস্য চিংড়ি চাষ এবং দেশের তৃতীয় রাজস্ব আয়ের উৎপত্তি স্থল। সমুদয় চিংড়ি পোনা সাতক্ষিরা সদর হয়ে পরে বিভিন্ন উপজেলা বা থানায় পৌছায়। এই চিংড়ি পোনা আমদানি হয় কক্সবাজার ও টেকনাফ হয়ে। কিছু অসাধু হ্যাচারি ব্যবসায়ি অধিক মুনাফা লাভের আশায় ভাইরাস যুক্ত বা পজেটিভ পোনা বাজারে নিয়ে আসছে। এমনকি পাশ্ববর্তি দেশ ভারত থেকেও নিন্মমানের ভাইরাস যুক্ত ডিম ( নোফলি) নিয়ে সাতক্ষিরার লোকাল হ্যাচারিতে মাত্র১৫ দিন রেখে বাজারে বিক্রি করছে। সেক্ষেত্রে হ্যাচারি মালিকরা মাত্র ১৫ দিনে তিন থেকে চার কোটি টাকা লাভ করছে, যা এদেশে অল্প বিনিয়োগে অল্প সময়ে এত টাকা উপার্জন আর কিছুতে সম্ভব নয়। আপনার সদর উপজেলা সহ সব কয়টি উপজেলার প্রত্যেক টি চাষি এই নিন্মমানের পোনা চাষ করে কোটি কোটি টাকার লোকসান করে সর্বশান্ত এমন কি অনেকে ব্যাংকের ঋন খিলাপিও হচ্ছে। আবার দেশ রাজস্ব হারাচ্ছে এবং বিদেশে নিন্মমানের ও ভাইরাসযুক্ত চিংড়ির দরুন চাহিদা হারাচ্ছে। টেকনাফ ও কক্সবাজার থেকে চিংড়ি পোনার সাথে মরন ব্যাধি নেশা ইয়াবাও আসছে গোপনে। যা যুবসমাজকে পঙ্গু করে দিচ্ছে ঘাতক হয়ে। মাননীয় এম পি মহাদয়ের নিকট আকুল আবেদন, যেহেতু আপনার সদর এলাকায় এই ব্যবসার ঘাটি। সে কারনে আপনি যদি মৎস্য অধিদপ্তর দিয়ে "নেগেটিভ পোনা নির্বাচন মেশিন "দিয়ে তদারকি করান তবে প্রতিটি কৃষক তার কৃষিতে লাভবান হবে এবং সাদা সোনা নামে ক্ষ্যাত এই সাতক্ষিরার চিংড়ি সারা বিশ্বে ক্ষ্যাতি অর্জন করে দেশে রাজস্বের হার বাড়াবে। অন্যদিকে যুবসমাজকে মরন ব্যাধি নেশা ইয়াবা কে রুখে দেয়া যাবে আপনার সামান্য সহযোগিতায়।

Avatar

Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি

Public

আমার এমপি ডটকম’এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের নাগরিক মতিউর রহমান মতির করা এক প্রশ্নের জবাবে সাতক্ষীরায় ভাইরাসযুক্ত চিংড়ি পোনা রপ্তানী ও ইয়াবার ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে কি ব্যবস্থা নিবেন তা জানালেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি মোস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বাসেডর মোঃ আব্দুর রহমান।