Ambassador
View Question 2952 views
Subject : আপনার নির্বাচনী এলাকার যে কোন ভোটার (অসহায়,দুস্থ,গরিব)সরাসরি আপনার নিকট যে কোন অভিযোগ উত্থাপন করতে পারা নিয়ম প্রসঙ্গে ।
Written By : mohammad abir
বরাবর,
মাননীয় এ ম পি মহোদয় আমার সালাম নিবেন ।আশা করি আপনি ভাল আছেন এবং সব সময় ভালো থাকেন দোয়া করি।আমার প্রশ্ন হচ্ছে আপনার নির্বাচনী এলাকার যেকোনো ভোটার সরাসরি আপনার নিকট যে কোন অভিযোগ দাবি বা আবদার উথাপন করতে পারবে কি ?অথবা আপনার সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে একটি করে অভিযোগ বক্স দিলে সুবিধা হতো ।জাতে করে অসহায় বাক্তিরা নির্ভয়ে তাদের অভিযোগগুলো উপথাপন করতে পারত।তাই এরূপ আপনার কোন পরিকল্পনা আছে কি ?
বিনীত নিবেদক,
মোঃ আবির
Written By : Abul Kalam Md. Ahasanul Hoque Chowdhury -আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী
নির্বাচনী এলাকার যে কোন ভোটার সরাসরি এমপির নিকট যে কোন অভিযোগ উত্থাপন করতে পারার নিয়ম প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী। আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ আবির । এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন; মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী।