View Question 2633 views

Subject : আধুনিক খেলার মাঠ, ক্রিয়া কমপ্লেস্ক ও বিনোদন কেন্দ্র নির্মান।

Avatar

Written By : Polash

মাননীয়  এমপি মহোদয় সালাম নিবেন। আমি তানজিরুল ইসলাম  পলাশ আপনার নির্বাচনী এলাকার দৌলতখান উপজেলার দৌলতখান পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।দৌলত খান উপজেলার মানুষ খেলাধুলা ও বিনোদন প্রিয়।এবং আপনি জানেন স্বল্প সুযোগ সুবিধার পরও এই উপজেলার ছেলে মেয়েরা খেলাধুলার  যে কোন ইভেন্টে জেলা পর্যায়ে অন্য  উপজেলার তুলনায়  ভাল  পারফর্ম করে। তাই খেলাধুলার মান উন্নয়নের জন্য একটি ক্রিয়া কমপ্লেস্ক ও একটি আধুনিক স্টেডিয়াম এবং সাধারন মানুষের বিনোদনের জন্য একটি বিনোদন পার্ক দৌলতখান পৌরসভায় স্থাপনের কোন উদ্যোগ নেয়া যায় কিনা মাননীয় এমপি মহোদয়ের কাছে প্রশ্ন। 

Avatar

Written By : Ali Azam -আলী আজম

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে ভোলার দৌলত খান উপজেলায় খেলার মাঠ, ক্রিয়া কমপ্লেস্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম। প্রশ্নটি করেন দৌলত খান উপজেলার তানজিরুল ইসলাম পলাশ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন।

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শফিকুল গনি আসিফ।