View Question 2810 views
Subject : মাদক এর বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নেয়ার জন্য।
Written By : Aminul islam shohug
মাননীয় এমপি মহোদয়,একটা সময় ভোলা-২ সংসদীয় আসন টি ছিল সন্ত্রাস,ভূমি অফিসে দালাল এর আধিপত্য ,বিরোধী দলের নেতা কর্মী দের হয়রানীমূলক মামলা,প্রতিহিংসার রাজনীতির নগরী যার শিকার আপনার পরিবার ও আপনি নিজে। কিন্তু আপনি যখন ভোলা -২ এর অভিভাবক হয়ে আসলেন সত্যি খুব অল্প সময়ের মধ্যে আপনার নানা কল্যাণমমূলক উদ্ধোগ আমাদের আশান্বিত করছে, কিন্তু আপনার কঠোর ও শক্ত অবস্থান থাকা সত্যে ও আজ ভোলা-২ মাদক এর প্রসার ভয়াবহ রুপ ধারণ করছে।এর সাথে জড়িত স্থানীয় পুলিশ প্রশাসন ও আওয়ামীলীগ এর নামধারী কিছু রাঘববোয়াল!
আপনি যদি একটু আন্তরিকতার সহিত অনুসন্ধান করেন তাহলে ই সকল কিছু জানতে পারবেন আশা করি।আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ মাদক মুক্ত সমাজ গড়তে আপনার কঠোর হস্তক্ষেপ কামনা করছি, যাতে অকালে কোন তরুণ বিপদগ্রস্ত হয়ে সমাজ,পরিবার ও দেশ এর জন্য ক্ষতিকারক ও হুমকি না হয়।
Written By : Ali Azam -আলী আজম