View Question 2527 views

Subject : ভোলাবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়!

Avatar

Written By : Md. Mutashim Billah

প্রিয় সাংসদ(ভোলা -২), আমরা সবাই-ই জানি "শিক্ষাই জাতির মেরুদণ্ড" এবং "যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত "। এই শিক্ষার প্রসার এর জন্য স্থানীয় পর্যারে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অতি প্রয়োজনীয় একটি পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন যে, ভোলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে এবং সেটি তাঁর নামে হবে বলে ঘোষণা দিয়েছিলেন আমাদের ভোলার অভিভাবক জননেতা তোফায়েল আহমেদ। কিন্তু দুঃখের বিষয় এই যে, এ ঘোষণার পরবর্তী কোন প্রকার অগ্রগতি আমাদের চোখে পড়েনি। মাননীয় সাংসদ, আপনি যেহেতু বাংলাদেশ সরকারের শিক্ষা সংশ্লিষ্ট একটি মন্ত্রণালয়ে দায়িত্বরত তাই আমরা আপনার মাধ্যমে জানতে চাই ভোলার শিক্ষানুরাগীরা আর কত কাল একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর থাকবে? আর কত কাল এই অঞ্চলের শিক্ষার্থীরা অবহেলিত থাকবে? আর কত কাল উচ্চশিক্ষার জন্য নিজ জেলার বাইরে পাড়ি জমাতে হবে? আপনার বিশ্বস্ত, মোতাছিম বিল্লাহ মহসিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়

Avatar

Written By : Ali Azam -আলী আজম

Public

ভোলাবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম। প্রশ্নটি করেন মোঃ মোতাসিম বিল্লাহ নামে এক নাগরিক। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর শফিকুল গনি আসিফ।