View Question 2660 views

Subject : বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিএফ কার্ডের সুবিধা প্রসঙ্গে...

Avatar

Written By : TANIA AKTER

মাননীয় এমপি মহোদয়

প্রথমে আমার সালাম নিবেন, আশা করি ভালো আছেন। আপনি সর্বদা ভালো থাকেন এই কামনা করি।

আমি আপনার নির্বাচনি এলাকা লালমোহন পৌরসভার একজন সাধারন নাগরিক। আপনি ভোলা-৩ আসন থেকে নির্বাচিত হওয়ার পর এখানকার মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে যে উন্নয়ন করেছেন। তা এখানকার মানুষের কাছে চির স্বরনীয় হয়ে থাকবে। আমরা দ্বীপ এলাকার মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবো। মাননীয় এমপি মহোদয় আমি আপনার কাছে জানতে চাই, আমাদের লালমোহনের হত দরিদ্রদের সহায়তা করার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ ভিজিএফ কার্ডের যে তালিকা করা হয়েছে। কবে নাগাদ তাদের হাতে এ কার্ড গুলো পৌছিয়ে দেয়া হবে ? এবং তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিএফ কার্ডের মাধ্যমে কতটুকু উপকৃত হবে ? আপনার কাছে অনুরোধ জানাচ্ছি সাধারন মানুষ যাতে সরকারি এ সকল সুযোগ সুবিধা নেওয়ার সময় যেনো কোনো প্রকার ভোগান্তির শিকার না হতে হয় সে বিষয়ে আপনার দৃষ্টি কামনা করছি।

বিনীত,

আপনার গুনমূগ্ধ

তানিয়া আক্তার

Avatar

Written By : Nurunnabi Chowdhury -নুরুন্নবী চৌধুরী

Public

বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিএফ কার্ডের সুবিধা প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী। প্রশ্নটি করেন  ঐ এলাকার নাগরিক তানিয়া আক্তার। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন।   এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন  আমার এমপি ডট কমের ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ।