View Question 2302 views

Subject : কোন উন্নয়ন নাই কেন দশ বছরে ?

Avatar

Written By : Sharif

মাননীয় এমপি, 

১) দশ বছর ধরে বরিশাল সাতলা রুটের ধামুড়া থেকে ওটরার চৌরাস্তা পর্যন্ত রাস্তার অবস্হা খুবই জঘন্য ধরনের খারাপ । অথচ এ ব্যাপারে সংসদে আপনার কোন ভূমিকা দেখলাম না , আবার সংসদের বাহিরেও তৎপর দেখলাম না । সরকার থেকে বাজেট আসছে , অথচ সেই টাকাও ব্যবহার করতে পারেন নাই । উপর্যুপরি এবার গ্রামে গিয়ে শুনলাম হাসানাত আব্দুল্লাহর পিএস নাকি রাস্তার দুই পাশের গাছ বিক্রি থেকে তিন কোটি টাকা চেয়েছে এবং এজন্য কাজ যথাযথ সময়ে শুরু হয় নাই । সত্য মিথ্যা খবর যাই হোক না কেন , আপনার তো উচিত ছিল আপনার নির্বাচিত এলাকায় জনগনের দূর্ভোগ যাতে না হয় , সেই দিকে খেয়াল রাখা , তাই নয় কি ? আপনার মন্তব্য জানতে চাই ।

২) ওটরা ইউনিয়ন একটি অন্যতম বড় ইউনিয়ন । অথচ আপনি কোন ছোট হাসপাতাল নির্মাণের ব্যাপারে ওটরাতে আগ্রহী হলেন না কেন ?

আমি চাই আমার নির্বাচনী এলাকায় মু্ক্তিযুদ্ধের পক্ষের দক্ষ এবং সৎ লোক সব সময় ক্ষমতায় আসুক । 

আপনার জন্য শুভেচ্ছা রইলো ।

ধন্যবাদ ,

শরীফ

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/759b28fd99e14482887c0a97dd1df745e8c1ab81): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56