View Question 2380 views

Subject : জনসার্থে গুরুত্বপূর্ণ একটি রাস্তা পাকাকরন

Avatar

Written By : Shibly Mahamud

সম্মানিত এমপি মহোদয়, সালাম নিবেন, আপনার প্রতি যথাযথ সম্মান ও আস্থা রেখে আমি মোঃশিবলী মাহামুদ আপনার নির্বাচনী এলাকা কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার এবং একই সাথে আপনার দলীয় একজন কর্মী । আমরা কাঁঠালিয়ার জনগন বরাবরই আপনার উন্নয়নের উপর আস্থা রেখে আপনাকে নৌকা প্রতীকে নির্বাচিত করে আসছি। তাই আপনিও আমাদের জনগনকে নিরাশ করেননি, আমরা জানি আপনি আপনার নির্বাচনী এলাকার জনগনকে সম্মানিত করে সমস্ত উন্নয়নের দিকে নিজেই নজর রাখছেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু কোন এক অজনা কারনে কাঠালিয়া সদরের কাঠালিয়া পাইলট বালক উচ্চ বিদ্যালয় এর পাশ থেকে যে রাস্তাটি কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয় এবং কলেজ এর একমাত্র সংযোগ সড়ক সেই রাস্তাটির অত্যন্ত দূরাবস্থা (ইট সলিং) রয়ে গেছে। রাস্তাটির প্রায় জায়গাতেই ভাংঙ্গল রয়েছে এবং একটু বৃস্টি হলেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পরে। এ রাস্তাটি অত্যন্ত গুরুত্তপুর্ন কারন এ রাস্তা দিয়ে প্রতিদিন কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,,সহ কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শত শত ছেলে মেয়েরা চলাচল করে এছারাও এরাস্তায় কাঠালিয়া উপজেলা প্রানী সম্পদ উন্নয়ন কেন্দ্র সহ ইউ আর সির মত সরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং এ রাস্তার আশেপাশে শতাধিক পরিবারের বসবাস তাই অনেক আগে থেকেই ছাত্র-ছাত্রী ও এলাকার জনগন অনেকেই ফেজবুকে এবং অন্যান্যভাবে রাস্তাটি পাকাকরনের দাবী জানিয়ে আসছে। আর তাদের এ দবি জানতে পেরে আমি এলাকাবাসী ও যুবসমাজের পক্ষ থেকে আপনার নিকট যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক জানতে চাচ্ছি যে উক্ত জনর্দুভোগ লাগব করার জন্য আপনি কবে নাগাদ এ রাস্তাটি পাঁকা করনের জন্য ঘোষনা দিবেন। পরিশেষে আপনার উত্তোরত্তর সাফল্য ও দীর্ঘায়ু কমনা করে শেষ করলাম। আপনার স্নেহভাজন মোঃ শিবলী মাহমুদ কাঠালিয়া উপজেলা