Ambassador
View Question 3379 views
Subject : জামতলী -পোড়াবাড়ী মোড় হইতে কাওয়ালিয়া মোড় পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রসংগে।
Written By : pijus kontha
মাননীয়,
সংসদ সদস্য মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন। উন্নয়ন ও অাধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বীকার্য। আমি যদুনাথপুর ইউনিয়নের একজন স্হায়ী বাসিন্দা। আপনি জানেন " জামতলী -পোড়াবাড়ী মোড় হইতে কাওয়ালিয়া মোড় পর্যন্ত রাস্তাটি এখনো কাঁচা। বর্ষাকালে জনগন ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ব্যাপক দূর্দশায় পড়তে হয়। আমার প্রশ্ন আপনি এই রাস্তাটি পাকা করণে কোন পদক্ষেপ নিবেন কিনা?
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বিনীত
মোঃ হারুন
01759309909
Written By : DR.MD. ABDUR RAZZAQUE - ড. মোঃ আব্দুর রাজ্জাক
জামতলী -পোড়াবাড়ী মোড় হইতে কাওয়ালিয়া মোড় পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রসংগে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন টাঙ্গাইল- ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. মোঃ আব্দুর রাজ্জাক।
আমার এমপির মাধ্যমে প্রশ্নটি করেন মোঃ হারুন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর নুরুল হক।
এক ভিডিও বার্তায় তিনি বলেন -
https://amarmp.com/mp/531/message/2151