View Question 3036 views

Subject : এলাকার বিদ্যুত সমস্যা সমাধান প্রসঙ্গে

Avatar

Written By : abusaed

মাননীয় এমপি মহোদ্বয় সালাম  নিবেন আশা করি ভাল আছেন - আপনার সু দৃষ্টি আকর্ষন করছি  - আমাদের  গোয়ালেরচর  সভুকুড়া গ্রামে এখনো অনেক পাড়ায় বিদ্যুতের আলো  পৌছায়নি  সে  সব  এলাকা   নিয়ে আপনার পরিকল্পনা  কি -  সে সকল পাড়ায়  কি আমরা তাড়াতাড়ি বিদ্যুত পাব ।

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

গোয়ালেরচর  সভুকুড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ  প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল্পুর-২ , আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।  আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন আবু সাঈদ । এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ । ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান।