View Question 3789 views

Subject : জামালপুর জেলার ইসলামপুর সদরের শতবর্ষী প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর জে, জে , কে এম গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজ জাতীয় করণ প্রসঙ্গে ।

Avatar

Written By : abdus salam chowdhory

মাননীয়  এমপি  মহোদ্বয়,

জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সদরে অবস্থিত ১৯১৭ সালে প্রতিষ্ঠিত শতবর্ষের প্রাচীনতম প্রতিষ্ঠান ইসলামপুর জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজটিতে সর্বোচ্চ ছাত্রী, উপজেলায় সর্বোচ্চ ফলাফল, জাতীয় স্কাউট্স ও জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় গৌরবময় রেকর্ড ও ব্রহ্মপুত্র যমুনা নদী ভাংগন কবলিত অনগ্রসর জনপদ বিবেচনায় অনতিবিলম্বে জাতীয়করণের জন্য আবেদন জানাচ্ছি।

ইতি মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকর ৩০ আগষ্ট ২০১৭ তারিখে দ্বিতীয়ধাপে ১৪৮টি প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। কিন্ত অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষায় সর্বাধিক গুরুত্বের পরেও এবং উপজেলায় সরকারী কোন নারী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ইসলামপুর জে, জে , কে, এম গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজটি কবে নাগাদ জাতীয়করণ হবে তা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনয়ের সাথে জানতে চাই ?

নিবেদক-

মোঃ আব্দুছ ছালাম চেৌধুরী

অধ্যক্ষ

ইসলামপুর জে, জে , কে এম গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজ

ইসলামপুর, জামালপুর।

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

জামালপুর জেলার ইসলামপুর সদরের শতবর্ষী প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর জে, জে , কে এম গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজ জাতীয় করণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের দিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।

 

আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন ইসলামপুর জে, জে , কে এম গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুছ ছালাম চেধুরী।

 

এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহম্মেদ।

 

ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।