View Question 2454 views

Subject : বাজারের রাস্তার দুরবস্থা

Avatar

Written By : Sagar Shaha

আমাদের উপজেলার প্রাণকেন্দ্র কালিবাড়ী বাজারের রাস্তার বর্তমান যে দূরবস্থা তার নিরসন কবে হবে?  বাজারের ব্যবসায়ী, জনগণ তথা সর্বসাধারণ অনেক বছর যাবৎ এ দুর্ভোগ পোহাচ্ছে। আশা করছি এমপি মহোদয় খুব দ্রুতই এই সমস্যার সমাধানে যথাযোগ্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন।