View Question 2453 views

Subject : রাস্তার লাইট সংক্রান্ত সমস্যা

Avatar

Written By : Joy Sarker

পলাশবাড়ীর এস . এম পাইলট স্কুলের পাশের রাস্তা ,(চৌমাথা -গ্রীন ফিল্ড ) কোন প্রকার রাস্তার বাতি নাই । মাদ্রাসা মসজিদ থেকে আবাসিক এলাকার মদ্ধে কোন রাস্তার লাইট নাই । এছারাও খোদ উপজেলা পরিষদের আসে পাশের রাস্তায় কোন লাইট/বাতি নাই । এতে করে রাত্রি কালিন চলাফেরা করা লোকজন অনেক সমস্যার সম্মুখীন হন । পরতে যাওয়া শিক্ষার্থীরা কুরুচি পূর্ণ /বিব্রতকর ঘটনার সম্মুখীন হয় । প্রফেসরপারা তে আশেপাশের অনেক জায়গা থেকে শিক্ষার্থীরা পরতে আসে ,সেজন্য তাদের এবং এই এলাকায় বসবাসকারী লোকজনদের অসুবিধার কথা চিন্তা করে আপনি আমাদের/আপনার জনগণদের জন্য কি করবেন ? আপনার জনগন প্রতিশ্রুতি চায় না ,বাস্তবতার বহিঃপ্রকাশ দেখতে চায় , আপনি কত দিনের মদ্ধে এই সমস্যার সমাধান করতে পারবেন বলে মনে করেন ? ধন্যবাদ ।