View Question 1949 views

Subject : কোচাশহর টু শিবপুর টু সরদারহাট রাস্তাটির বাঁকি অংশ পাকাঁকরন প্রসঙ্গে।

Avatar

Written By : Md Harunur Rashid

মাননীয় সংসদ সদস্য মহোদয়, 

প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি ভাল আছেন। আমি মোঃ হারুনুর রশিদ, পিতাঃ মোঃ আব্দুর রাজ্জাক, ১৫ নং শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। আমি বগুড়ায় সরকারী আযিযুল হক কলেজে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৪ র্থ বর্ষের পরীক্ষা দিয়েছি। 

মহোদয়ের নিকট বিণীত নিবেদন এই যে, ১৫ নং শিবপুর ইউনিয়নের কোচাশহর টু শিবপুর টু সরদারহাট রাস্তাটি দিয়ে অনেক মানুষ চলাচল করে, অনেক যান বাহন চলাচল করে । কিন্তু দু:খের বিষয় রাস্তাটি কিছু অংশ পাকা হয়েছে, আর বাকী অংশ কাঁচা অবস্থায় আছে। এর ফলে মানুষ জনের চলাচল খুব সমস্যা, বিশেষ করে বর্ষার সময়, একহাটু কাদা হয়।

তাই এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন, রাস্তা টি পাকা করণ করে আমাদেরকে বাধিত করবেন।

সর্বোপরি, আমি সর্বদা আপনার সুস্থতা কামনা করি।

ধন্যবাদ।