View Question 2459 views

Subject : কামদিয়া হইতে আয়েজাবাদ (রায়ভাংগী) গ্রাম পর্যন্ত রাস্তা ও দুইটি ব্রিজ মেরামত করন প্রসঙ্গে।

Avatar

Written By : Md.Kaoser Habib Zihad

মাননীয় সংসদ সদস্য মহোদয়,

প্রথমে আমার সালাম নিবেন,আসা করি আল্লাহর অসেস রহমতে ভালো আছেন।

আমি প্রকৌশলী মো: কাওছার হাবিব জিহাদ, 

পিতাঃ আলহাজ্ব অধ্যক্ষ মোঃ জোবায়ের হোসেন

গ্রাম+পোঃআয়েজাবাদ (রায়ভাংগী )

শাখাহার ইউনিয়ন।

মাননীয় এমপি মহোদ্বয়ের নিকট আমার আকুল আবেদন ,  আমাদের গ্রামের মানুষ দুইটি বাজারে যায় (১)কামদিয়া(২)রাজাবিরাট ,আয়েজাবাদ (রায়ভাংগী) গ্রাম হতে কামদিয়া বাজারে যাওয়ার পথে এনায়েতপুর গ্রামে দুইটি ব্রিজ ভেংগে পরে আছে অনেক দিন যাবত। আর রাস্তা অবস্তা খুবই খারাপ ।একজন সুস্থ মানুষের পক্ষে চলাচল করা খুবই কঠিন।আয়েজাবাদ ,আলিগ্রাম,এনায়েতপুর ,মোল্লাপারা গ্রামের অনেক ছাত্র-ছাত্রী কামদিয়ার স্কুল ,কলেজ ও মাদ্রাসায় যায়।রাস্তার এই আবস্থাতে ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছ্র।

নোটঃ আয়েজাবাদ (রায়ভাংগী) গ্রাম হতে রাজাবিরাট বাজার রাস্তাটিরও একই অবস্তা।

অতএব মহোদয়ের নীকট  এলাকা বাসীর পক্ষে থেকে আমার আমার আকুল আবেদন অতি তাড়াতাড়ি  রাস্তাটি মেরামত  করে অত্র এলাকার ছাত্র-ছাত্রী ও জনগনকে সচ্ছল ভাবে চলাচল করে দিতে আপনার একান্ত মর্জি হয়।

 

নিবেদক

প্রকৌশলী মো: কাওছার হাবিব জিহাদ, 
পিতাঃ আলহাজ্ব অধ্যক্ষ মোঃ জোবায়ের হোসেন
গ্রাম+পোঃআয়েজাবাদ (রায়ভাংগী )
শাখাহার ইউনিয়ন,গোবিন্দগঞ্জ ,গাইবান্ধা।