Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1922 views

Subject : দিরাইয়ের রাস্তা প্রসঙ্গে।

Avatar

Written By : kamrul alam

জনাব, এম,পি,মহোদয়

আমার এম পি ডট কমের মাধ্যমে আপনাকে জানাই অনেক শুভেচ্ছা, দিরাই-মদনপুর রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু স্পটগুলোর দুরবস্থার কারণে এলাকার জনগণের দু:খ দূর্দশার অন্ত নেই। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিগনের ,অবহেলা ও যথাযথ তদারকি না করাকেই দায়ী করছেন এলাকাবাসী।

এই ব্যাপারে আপনার মনোযোগ আকর্ষণ করছি।

বিনীত,

আপনার গুনমুগ্ধ

মোঃ কামরুল আলম 

দিরাই