Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2070 views

Subject : বেকার সমস্যা প্রসঙ্গে।

Avatar

Written By : kamrul alam

মাননীয় এমপি মহোদয় আমার সালাম নিবেন । আশা করি আপনি ভাল আছেন ।

আপনি জানেন যে, বর্তমানে বাংলাদেশে একটি প্রধান সমস্যা  হচ্ছে  বেকার বিশেষ করে আমাদের সুনামগঞ্জ জেলায় এই সমস্যাটি বেশী ।কারণ আমরা পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত । এই সমস্যার  ভুক্তভূগি  আমি নিজেও ।আমি যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করার লক্ষ্যে অনেক চেষ্টা করার পর ও সফল হলাম না,বর্ত মানে খুব হতাশার মধ্যে আছি। বেকার সমস্যা দুরকরণে বর্তমান সরকার আমাদের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? 

বিনীত

মোঃ কামরুল আলম

দিরাই