View Question 3612 views

Subject : নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট সমাধান প্রসঙ্গে।।

Avatar

Written By : Md Emon Bhuyain

মাননীয় এমপি মহোদয়,

আমার ছালাম নিবেন।। নান্দাইল উপজেলায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুদিন পূর্বেও ৩৫ জন ডাক্তার ছিল। খবরে প্রকাশ, একসাথে ২০ জন ডাক্তার অন্যত্র বদলি হয়ে গেছে। এরফলে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক পরিস্তিতি।

এমতাবস্থায়, জরুরিভিত্তিতে হাসপাতালে ডাক্তার বৃদ্ধির জন্য মাননীয় এমপি মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।।

বিনীত নিবেদক

মোঃ মনিরুজ্জামান

নান্দাইল পৌরসভা।। 

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট সমাধান প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনওয়ারুল আবেদীন খান। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন নান্দাইল পৌরসভা মোঃ মনিরুজ্জামান। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনওয়ারুল আবেদীন এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর রবি আকন্দ।