Iftiquar Uddin Talukder Pintu -ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু
Former/Previous MP
Netrokona-3 , Netrokona
Bangladesh Awami League
View Question 2905 views
Subject : নওয়াপাড়া বাজার হতে জুড়াইল নতুন বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মান
Written By : AmarMP Admin
মাননীয় এমপি মহোদয় আমি কেন্দুয়া উপজেলার( নেত্রকোনা-৩) জুড়াইল গ্রামের বাসিন্দা। নওয়াপাড়া বাজার হতে জুড়াইল নতুন বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মান এলাকার জনগনের বহূদিনের প্রাণের দাবী। বিগত কোন সাংসদই বিষয়টি নিয়ে গুরুত্ব দেয়নি। অথচ প্রতি বর্ষাতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আপনার নিকট সবিনয় জিজ্ঞাসা কবে নাগাদ সড়টী পাকা হবে এবং জনদূর্ভোগ থেকে আমাদের পরিত্রাণের ব্যবস্থা করা হবে।
বিনীত,
আপনার অনুগত
নাদীম উল্লাহ
Written By : Iftiquar Uddin Talukder Pintu -ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু
The answer has been provided by a letter from the Hon. MP.