View Question 2237 views

Subject : কেন্দু্য়া পৌরসভার চিরাং মোড় থেকে চিরাং বাজার পর্যন্ত রাস্তা সংস্কার

Avatar

Written By : Tanjim Ibne Yousuf

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার নির্বাচনী এলাকার একজন ভোটার। কেন্দুয়া পৌরসভার চিরাং মোড় থেকে চিরাং বাজার পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ন ।কিন্তু তা মেরামতের অভাবে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

অতএব,আপনার নিকট উক্ত সড়কটি মেরামতের জন্য জোড় দাবী জানাচ্ছি।

নিবেদক 

শেখ সাব্বির 

শান্তিনগর