View Question 5177 views
Subject : ইটনা উপজেলা থেকে চামড়াবন্দর রাস্তাটি চালু করন প্রসঙ্গে।
Written By : রাকিবুল হাসান রোকেল
মাননীয় সংসদ জননেতা রেজওয়ান আহম্মদ তৌফিক ভাই।
আপনার নির্বাচনী এলাকা ইটনাবাসীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহন করুন।
আমার প্রশ্ন হলো আপনার নির্বাচনী এলাকা ইটনা উপজেলা থেকে করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দর পর্যন্ত নির্মাণাধীন রাস্তাটি কবে চালু হবে?
উল্লেখ্য যে, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম তথা হাওর অঞ্চলের রুপকার আপনি।আধুনিক হাওড় উন্নয়নে আপনার অবদান অনুস্বীকার্য।হাওড়ের যে প্রত্যন্ত অঞ্চলগুলো কুপি বাতি দ্বারা আলোকিত হতো আজ আপনার বদৌলতেইই সেই অঞ্চলগুলো বিদ্যুতের আলোয় জ্বলমল করে।
আবার যে অঞ্চলগুলো তে নৌকাই ছিলো যোগাযোগের একমাত্র মাধ্যম সেই অঞ্চলগুলোতে আজ মটরগাড়ির আওয়াজে মুখরিত।
উপরে উল্লেখিত রাস্তাটি চালু হলেই ইটনাবাসী অল্পসময়েই সড়কপথে শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে।
এই বিষয়ে আপনি কি পদক্ষেপ গ্রহন করেছেন?
বিনীত,
রাকিবুল হাসান রোকেল
Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক