View Question 3892 views

Subject : অনেক দেরিতে হলেও সত্য যে হাওরবাসি অনেক দিনের স্বপ্ন আপনার হাতে পূরণ হতে যাচ্ছে। আমরা সত্যিই আনন্দিত। আমার প্রশ্ন হলো রাস্তা তৈরী করতে গিয়ে অনেক কৃষকের জমির উপর দিয়ে রাস্তা যাচ্ছে। রাস্তা করতে গিয়ে যাদের জমি পড়েছে, তাদের কে কি কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে?

Avatar

Written By : Md. Zakirul Isalm

আপনি জানেন যে, আপনার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে  বসবাস করে। আপনি হচ্ছেন হাওর এলাকা উন্নয়নের রূপকার। ইটনা  মিঠামইন রাস্তা হওয়ার কারণে অনেকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ না পেলে অনেক কৃষক সর্বস্ব হারাবে।

কৃষকদের ক্ষতির কি  ক্ষতিপূরণ দেওয়া হবে? 

Avatar

Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক

Public

প্রথমেই প্রশ্নকর্তাকে ধন্যবাদ। আপনারা জানেন, আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ জেলার হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এ তিন উপজেলা। আর তিন উপজেলার জনগণের যাতায়াতের জন্য অলওয়েদার (সারা বছর চলাচলের উপযোগী) সড়ক নির্মাণ করা হচ্ছে। আপনারা এটাও জানেন, এ সড়ক নির্মাণ করতে এবং যেসব জায়গায় দিয়ে সড়ক নির্মাণ হচ্ছে সরকারীভাবে সেসব কৃষকদের জমি ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সরকারীভাবে ভূমি অধিগ্রহণ করার ফলে হাওরের কৃষকরা তাদের নায্য মূল্য পাবে এবং পাচ্ছে।