View Question 1665 views

Subject : শিল্পকলা একাডেমীর সামনের রাস্তায় ফুটপাতের উপরেই টিনের ঘর

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর মাঝে মৎস ভবনের সামনের মোড়টি অন্যতম। এর আশে পাশের এলাকায় সুপ্রিমকোর্ট, শিল্পকলা একাডেমী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন মৎস ভবনের সামনের রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাচল করে। মৎস ভবন মোড়ে কোন ফুটওভার ব্রিজ না থাকায় এখানে রাস্তা পার হতে গিয়ে নানা সময় দুর্ঘটনা ঘটে, তাই এ বছরের শুরুর দিকে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। সেটার জন্য শিল্পকলা একাডেমীর সামনের রাস্তার ফুটপাতের উপরেই অস্থায়ী টিনের ঘর নির্মাণ করা হয় এই কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারদের পক্ষ থেকে। প্রথমে সবাই ধারণা করেছিল, এটা করা হয়েছে খুব স্বল্প সময়ের জন্য নির্মাণ কাজের তদারকির করার উদ্দেশ্যে । কিন্তু প্রায় ৬ মাস পার হলেও এখন পর্যন্ত সেই ফুটওভার ব্রিজের কাজ শুরুই হয়নি। এদিকে ফুটপাতের সেই টিনের ঘর ঠিক আগের মতই আছে। এর পাশাপাশি রড বালু সহ নানা ধরণের নির্মাণ সামগ্রী শিল্পকলা একাডেমীর সামনে থেকে মৎস ভবন পর্যন্ত ফুটপাতে ফেলে রাখা হয়েছে। ফলে মানুষ বাস্ততম মেইন রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে । এর ফলে নিত্য দিন ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

ভিডিওটি ১২ জুন ২০১৯ সকাল ৯ টা ৩০ মিনিটে মৎস ভবনে প্রবেশপথের বিপরীত দিকের রাস্তা থেকে আমার এমপি ডটকমের একজন ভলেন্টিয়ার তার মোবাইল ফোনে ধারণ করেছে। এ ব্যাপারে ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেনন-এর দৃষ্টি আকর্ষণ করছি।

বিনীত

আমার এমপি