Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1603 views

Subject : ঢাকার মিরপুরের রাস্তায় সড়ক দুর্ঘটনা; অপ্রাপ্তবয়স্ক চালক, নেই কোন ড্রাইভিং লাইসেন্স !

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

সম্প্রতি মিরপুরের ব্যস্ত রাস্তায় একটি লেগুনা দুর্ঘটনার শিকার হয় প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের বরাতে জানা যায়,চালক ছিল অপ্রাপ্তবয়স্ক।যাত্রীরা আরও জানায়,দুর্ঘটনার ঠিক আগ মূহুর্তে গাড়ির ব্রেক সেভাবে কাজ করছিলনা।চালক এক হাতে ড্রাইভিংসহ পাশেরজনের সাথে গল্প করার সময় একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে এটি সোজা ডিভাইডারে আছড়ে পড়ে।এ দুর্ঘটনায় লেগুনার যাত্রীদের মধ্যে দুই শিশুসহ সবাই গুরুতর আহত হন।পাশে পুলিশ বক্স থাকা সত্বেও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাউকেই এ ঘটনায় এগিয়ে আসতে দেখা যায় নি।পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা চালককে থানায় সোপর্দ করে। ভিডিওটি গত ৮ জুন রাত ৮ টায় মিরপুর -১, সনি সিনেমা হলের সামনে থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে। অচিরেই এসব লাইসেন্স বিহীন, ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন নাবালক চালকের বিষয়ে ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আসলামুল হক এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি