Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2952 views

Subject : রোয়াইলের বঙ্গবন্ধু কলেজ বন্ধ কেন?

Avatar

Written By : Mizan Rahman

প্রিয় এম পি মহোদয়,

আসসলামুআালাইকুম, আমার বাড়ি আপনার নির্বাচনী এলাকার রোয়াইল গ্রামে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে ১৯৯৬ সালে আমার গ্রামে বঙ্গবন্ধু কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজ থেকে কয়েক শত ছাত্রছাত্রী এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কলেজটি ১৭ বছর ধরে বন্ধ রয়েছে। একজন বীরমুক্তিযোদ্ধা এবং জনপ্রতিনিধি হিসেবে আপনার সময়ে জাতির পিতার নামের কলেজ বন্ধ কেন? এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই।

বিনীত,

মিজানুর রহমান